Submitted by anam on Mon, 07/21/2014 - 06:23
রেস্পন্সিভ ওয়েব এখনকার খুব কমন একটা চাহিদা । কোন একটা অদ্ভুত কারনে রেস্পন্সিভ ওয়েব ব্যপারটা যতটা সহজ হওয়ার কথা ততটা সহজ নয়। সবারই রেস্পন্সিভ ওয়েব ডিজাইন করার ব্যপারে আলাদা আলাদা স্টাইল আছে। আজকে রেস্পন্সিভ ডিজাইন নিয়েই লিখবো, তবে হয়ত খুব কম ব্যবহৃত কিছু ইউনিট আর ট্রিক নিয়ে আলোচনা করবো, সবাই সহজ গুলো দিয়ে শুরু করে, আমি কঠিনটা দিয়ে শুরু করি।