কয়দিন আগেই আমার ভালো বন্ধু আর ভাই সুমনের Lets Learn Coding থেকে আমার একটা নতুন অনলাইন কোর্স এনাউন্স করা হয়েছে। ২০ টা লেসনের এই কোর্সের মেইন উদ্দেশ্য মানুষকে লিনাক্স কমান্ড লাইনের সাথে অভ্যস্ত করানো, লিনাক্স সার্ভার কনফিগার করা ও ম্যানেজ করা শিখানো। আর সাথে শেল স্ক্রিপ্ট লেখা শিখানো। কোর্সটার নাম Demistifying Linux. সব ডিটেইল পেতে এবং কোর্সটিতে জয়েন করতে এই লিংকে যেতে পারেন

কোর্স ফি ২৫০০ টাকা। তবে এই ব্লগে আমি লিখবো কিভাবে আপনি এই কোর্স ফ্রিতে পেতে পারেন।

কোর্স ফ্রি পাওয়ার জন্য প্রথমে আপনার দরকার হবে একজন ভাই অথবা বোন, যিনি অলরেডী এই কোর্সে এনরোল করেছেন। আর দরকার হবে একটা কম্পিউটার, একটা মডার্ন ওয়েব ব্রাউজার আর বড় সাইজের একটা পেনড্রাইভ (চাইলে সিডিও ব্যাবহার করতে পারেন)।

  • প্রথমে একটা ভালো ভিডিও ডাউনলোডার এড-অন ইনস্টল করুন আপনার ব্রাউজারে (ডাউনলোড হেল্পার নামে একটা এড অন আছে ভালো কাজ করে)
  • এরপর আপনার সেই ভাই অথবা বোনের একাউন্ট দিয়ে লগ ইন করুন।
  • এরপর সবগুলো ভিডিওতে যান এবং এক এক করে ডাউনলোড করুন। কোর্স ম্যটেরিয়াল আপলোড করার মাঝখানে আসলে অবশ্য নতুন ভিডিওর জন্য অপেক্ষা করতে হবে।
  • এরপর পেনড্রাইভে ভিডিও কপি করে নিন।

ব্যাস হয়ে গেল। ফ্রি ফ্রি সব ভিডিও পেয়ে যাবেন। বড় ভাই না পেলে ২৫ জন ১০০ টাকা দিয়ে একবার কোর্স কিনেও সেইম পদ্ধতি অবলম্বন করতে পারেন।

ব্যাপারটা খুব চমতকার হলেও মেজর কিছু সমস্যা আছে এই সিস্টেমে।
  • ব্যাপারটা কনটেন্ট পাইরেসি,  নীতিগতভাবে সঠিক না। মানবতার ব্যপার চিন্তা করলেও সঠিক না।
  • এইভাবে পাইরেসি চলতে থাকলে কেওই বাংলায় কনটেন্ট বানাতে চাইবে না। আমি খুব নগন্য মানুষ আমার কনটেন্ট না বানাতে চাওয়ায় তেমন হয়ত কিছু আসে যায় না।কিন্তু অনেক ভালো ভালো অভিজ্ঞ মানুষ প্রিমিয়াম কনটেন্ট তৈরী করতে শুরু করেছে, তারাও আর বানাবে না।
  • আমরা চেষ্টা করি কোর্সের ফি কম রাখার, যেন সর্বোচ্চ সংখ্যক ছাত্রছাত্রী শিখতে পারে। সেই চেষ্টার আপনি কোন মুল্য দিলেন না।

আপনার যদি মনে হয় ব্যাপারটা নীতিগত ভাবে সঠিক না, লিনাক্স শেখার আগ্রহ থাকে তাহলে আপনি ফ্রিতে না হলেও ডিসকাউন্টে কোর্সটি পেতে পারেন। কোর্সে ভর্তি হওয়া প্রথম ১০০ জনের জন্য কোর্স ফিতে ১০০০ টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র ১৫০০ টাকা। ডিসকাউন্ট পাওয়ার জন্য anam100 প্রোমো কোডটি ব্যাবহার করতে হবে(যতক্ষন ১০০ জন না হচ্ছে) 🤓

কোর্সে অংশগ্রহন করতে চাইলে নীচের লিংকে যেতে পারেন, আশাকরি দেখা হবে :)

🤟 কোর্সে জয়েন করুন